Wednesday, October 29th, 2025, 10:14 pm

নভেম্বরে নতুন পোশাকে দেখা যাবে পুলিশকে

 

আগামী নভেম্বরে নতুন ইউনিফর্মে দেখা যাবে বাংলাদেশ পুলিশের সদস্যদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের পোশাক পরিবর্তনের যে দাবি উঠেছিল, সেটিই এবার বাস্তবায়িত হতে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে। নতুন পোশাকের রং নির্ধারণ করা হয়েছে—

পুলিশের জন্য লোহার (Iron) রঙ, র‍্যাবের জন্য জলপাই (Olive) রঙ, এবং আনসারের জন্য সোনালি গমের (Golden Wheat) রঙ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী নির্বাচন শুরুর আগেই সব বাহিনীকে নতুন ইউনিফর্ম পরানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, ১৫ নভেম্বরের মধ্যেই নতুন পোশাক দেখা যাবে। প্রথমে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যরা নতুন পোশাক পরা শুরু করবেন। এরপর ধাপে ধাপে দেশের সব জেলা পুলিশ ইউনিটে তা বিতরণ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তনের। সেই দাবি পূরণে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এনএনবাংলা/