নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর প্রতীকের নাম পরিবর্তনের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, তারা ‘শাপলা কলি’ নয়, বরং ‘শাপলা ফুল’ প্রতীক চায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হওয়ার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আমরা ‘শাপলা কলি’ নয়, শাপলা ফুল প্রতীকই চাই। আগে ইসি জানিয়েছিল ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত করা যাবে না, কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’ তালিকায় যুক্ত হয়েছে, তাহলে চাইলে ‘শাপলা ফুল’ও অন্তর্ভুক্ত করা সম্ভব। আমরা কলি নয়, শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প প্রতীক বিবেচনা করছি না।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
যুক্তরাষ্ট্রের ‘বি১ ভিসা বন্ড’ শর্তাবলি পুনর্বিবেচনার আহ্বান খলিলুর রহমানের