গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র মতবিরোধের মধ্যেই আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। খুব দ্রুতই ফায়সালা আসবে।’
তিনি বলেন, গত ২৭০ দিনের আলাপ-আলোচনার পরও দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হওয়া হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে মতবিরোধ ছিল, এখন গণভোট নিয়েও দ্বিমত দেখা দিয়েছে। এতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
আইন উপদেষ্টা আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকারের ওপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তাহলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যা বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।’
তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখা শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান