এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) থেকেই শুরু হচ্ছে ক্যাম্প, যেখানে প্রাথমিকভাবে থাকছেন হংকং চায়না ম্যাচে খেলা ফুটবলাররা।
তবে দলের অন্যতম ভরসা হামজা চৌধুরী এখনই যোগ দিচ্ছেন না। জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে ৮ নভেম্বর নরউইচ সিটির বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরবেন হামজা। ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন তিনি।
স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বর্তমানে নিজ দেশে থাকলেও শিগগিরই ঢাকায় যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন ম্যানেজার আমের খান।
বাংলাদেশ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে, এরপর ১৮ নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে।
এদিকে, দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় ভারতের বিপক্ষে ফাহামিদুল ইসলামকে পাওয়া যাবে না। তবে তিনি নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন। বর্তমানে তিনি ইতালির ফোর্থ টায়ারের ক্লাব অলবিয়া এফসিতে খেলছেন।
অন্যদিকে, শমিত সোমকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তার ক্লাব কানাডার কাভারলি এফসি ৩ নভেম্বর শেষ ম্যাচ খেলবে। এরপরই বাংলাদেশে যোগ দিতে পারবেন তরুণ এই ফরোয়ার্ড।
এনএনবাংলা/

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর