Thursday, October 30th, 2025, 8:06 pm

১ নভেম্বর রেলপথ অবরোধের সমর্থনে কুলাউড়ায়  লাল পতাকা মিছিল

 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

সিলেট বিভাগের রেলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য চলমান ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের অংশ হিসেবে  ১ নভেম্বর রেলপথ অবরোধ কর্মসূচীর সমর্থনে বিশাল লাল পতাকা মিছিল সম্পন্ন হয়েছে।

৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়া’র আয়োজনে ৩০ অক্টোবর বৃহস্পতিবার আছরের নামাজের পর কুলাউড়া রেলওয়ে জংশন জামে মসজিদ সংলগ্ন থেকে মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়া’র আহ্বায়ক আজিজুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি  মো: মছব্বির আলী, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি  মোক্তাদির হোসেন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব  সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা শ্রমিকদল নেতা ইসলাম উদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মাওলানা মো. এনামুল ইসলাম, শ্রমিকদল নেতা ইসলাম উদ্দিন, ব্যবসায়ী নেতা বদরুল ইসলাম, এইচ ডি  রুবেল, এম এ মজিদ,  সমাজসেবক আজিজুল রহমার রুকন। এছাড়া উপস্থিত ছিলেন জুলাইযোদ্ধা শেখ রানা, আরিফুল ইসলাম, সাদিম আহমেদ, সংগঠক জহিরুল ইসলাম কর্ণ, সবুজ আহমেদ, আরিয়ান আহমেদসহ বিভিন্ন সংগঠন, জুলাইযোদ্ধা, ব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণ।