নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:
“তথ্য নির্ভর সাংবাদিকতা,তারুণ্যের পথচলা’ এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির আগামী দুই বছরের জন্য (২০২৫-২৬) ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে এক সভায় উপস্থিত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা দৈনিক সংগ্রামের প্রতিনিধি অধ্যাপক একেএম আমিনুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে দৈনিক মানব জমিন প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীকে সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদকে সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি অধ্যাপক একেএম আমিনুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন -সহসভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি এসএম বদিউল আশরাফ মুরাদ মৃর্ধা, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি নীহারেন্দু চক্রবর্তী,দপ্তর সম্পাদক দৈনিক জনকন্ঠের প্রতিনিধি শামীম আল মামুন,কোষাধ্যক্ষ আজকের পত্রিকার প্রতিনিধি বরুণ কান্তি সরকার।
এই কমিটিতে কার্যনির্বাহী দুই সদস্য হলেন- দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আকতার হোসেন ভূইঁয়া,দৈনিক যুগান্তর প্রতিনিধি মানিরুল হোসাইন । সাধারণ সদস্য হলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা মোজাম্মেল হক মাসুমী, ইংরেজি দৈনিক ক্যাম্পাসের প্রতিনিধি রিফাত হাসান ভূইঁয়া, ডেইলি পোস্টের প্রতিনিধি খন্দকার নুরুল ইসলাম ও প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি তারিকুল ইসলাম।
নতুন নেতৃত্বে আসা কমিটির নেতৃবৃন্দ জানান,পেশাগত মান মর্যাদা বৃদ্ধি ও সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, পেশাদার সাংবাদিকদের মধ্যে সুসম্পর্কের বন্ধন দৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন