Sunday, November 2nd, 2025, 5:25 pm

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তাদের প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণের বিষয়ে সম্মত হয়েছে। এ বিষয়টি বৈঠক শেষে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

রোববার (২ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দল বৈঠক করে।

বৈঠকে অংশ নেন তিন সদস্যের এনসিপি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলের অন্যান্য সদস্য ছিলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এনএনবাংলা/