ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি শনিবার (১ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে একটি নৌকা উপহার দিয়েছেন।
উপহারটি আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রদূতের পক্ষ থেকে প্রদান করা হয়।
নৌকাটি পাওয়ার পর উপদেষ্টা ফাওজুল কবির খান নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে উপহারটি নিয়ে করণীয় জানতে চেয়েছিলেন। পরে বিকেলে তিনি আরেকটি পোস্টে জানান, উপহারটি সরকারি তোষাখানায় জমা দিয়েছেন।
ফাওজুল কবির খান লিখেছেন, গত রাতে আলজেরীয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সরকারি তোষাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। তোষাখানা কর্তৃপক্ষ প্রাপ্তি স্বীকারপত্র দিয়েছে। আপনাদের মতামতের জন্য ধন্যবাদ।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল