Thursday, November 6th, 2025, 7:25 pm

মৌলভীবাজারে ১০ম শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী হাবিবা বেগম (১৫) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে শহরের বেড়িরচড় এলাকার ভাড়াটিয়া বাসা (মহিবুর রহমান) বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। হাবিবা জাহাঙ্গীর মিয়ার মেয়ে তারা রাঙ্গামাটি জেলার বাসিন্দা। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান রাতে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারনে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।