Friday, November 7th, 2025, 6:44 pm

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে

 

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় আনা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম থেকে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগে গেলে সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। ওই ঘটনায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হন এবং সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নামে একজন নিহত হন।

এরশাদ উল্লাহকে প্রথমে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ/ ফাইল ফটো

চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র শওকত আজম খাজা বলেন, “এরশাদ উল্লাহ এখন শঙ্কামুক্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।”

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে হেলাল হোসেন ওরফে ‘মাছ হেলাল’ এবং আলা উদ্দিন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।

এনএনবাংলা/