Friday, November 7th, 2025, 7:12 pm

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না: নাহিদ ইসলাম

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গণঅভ্যুত্থানের জায়গা থেকে জুলাই সনদের অর্ডার ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না। যা ঐক্যমতে নির্ধারিত হয়েছে, বাকিটা জনগণ ঠিক করবে। জুলাই সনদের আইনি ভিত্তিতেই আমরা নির্বাচনের দিকে যাব।”

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমীর কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সংগঠনটির ৫৬ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “আগামী সংসদে সংবিধান সংস্কার হবে। নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। তাই গণঅভ্যুত্থানের অংশীদারদের সবাইকে সংসদে থাকা উচিত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। যদি অভ্যুত্থানের সুফল প্রত্যেক মানুষ না পায়—বরং কেবল কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি পায়, তাহলে সেটা কোনো পরিবর্তন নয়। জনগণ আবার রাস্তায় নামবে।”

শিক্ষা খাতে কোনো কমিশন না হওয়ায় সমালোচনা করে নাহিদ বলেন, “ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। শিক্ষা নিয়ে কমিশন হয়নি, অথচ অন্য যে কমিশনগুলো হয়েছে তা নিয়ে আলোচনাই নেই। ছয়টি কমিশনের মধ্যে কেবল রাজনৈতিক কমিশন নিয়েই আগ্রহ দেখা যাচ্ছে।”

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তরুণরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল। সরকারি চাকরি বা বিদেশে যাওয়াই ছিল তাদের একমাত্র অপশন। সেখানে কোটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।”

নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের চাকরির প্রতিশ্রুতির বিষয়ে নাহিদ বলেন, “তরুণদের কর্মসংস্থান আমরা শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না। বিনিয়োগ, উদ্যোক্তা সৃষ্টি ও চাকরি—সবকিছুতেই বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন না আনলে কোনো টেকসই সমাধান হবে না।”

নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম-এর আহ্বায়ক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. শামীম হামিদী, এবং প্রধান সংগঠক হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কবীর উদ্দিন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও রাজনীতি সচেতন নাগরিক সমাজ হিসেবে কাজ করবে।

এনএনবাংলা/