নীলফামারী প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখা। জেলা বিএনপির সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিনামূল্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তের গ্রুপ পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।
এসময় উপস্থিত ছিলেন ড্যাব নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ডা. মো. সোহেলুর রহমান সোহেল, সদস্য সচিব ডা. রেদোয়ান জুবায়ের রিয়াদ, সদস্য ডা. মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য রেদোয়ানুল হক বাবু, জেলা যুবদল নেতা আল নোমান পারভেজ কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, ছাত্রনেতা সানাউল্লাহ হক তনি প্রমুখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধসেবা গ্রহণ করেন।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার