সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এই ঘোষণা দেন তারা।
এর আগে, বেতন গ্রেড বৃদ্ধি ও অন্যান্য তিন দফা দাবির বাস্তবায়নের জন্য বিকেল তিনটায় শাহবাগের দিকে পদযাত্রা শুরু করেছিলেন আন্দোলনরত শিক্ষকরা। তবে শাহবাগে পৌঁছানোর আগে পুলিশ শিক্ষকদের ব্যারিকেড ভাঙার চেষ্টা থামাতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে, যার ফলে শতাধিক শিক্ষক আহত হন। শিক্ষকেরা অভিযোগ করেছেন, পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালিয়েছে।
অন্যদিকে, পুলিশের দাবি অনুযায়ী, শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে চাচ্ছিলেন, যা রোধ করার জন্য বাধা দেওয়া হয়েছিল।
এই ঘটনার প্রতিবাদে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকেরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সকাল ৯টা থেকে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে অবস্থান শুরু করেছিলেন এবং হাজারো শিক্ষক সেখানে অংশগ্রহণ করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর
বিএনপির ‘বিদ্রোহীরা’ প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা: নজরুল ইসলাম খান
ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র, দেশজুড়ে বিক্ষোভের মুখে ইন্টারনেট বন্ধ