Sunday, November 9th, 2025, 5:02 pm

জাহানারার ‘যৌন হয়রানি’ ইস্যুতে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

 

বাংলাদেশ নারী ক্রিকেটে যৌন হয়রানিসহ নানা অসদাচরণের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৮ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। অন্য দুই সদস্য হলেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

বিসিবি জানায়, কমিটি শুধু সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগই নয়, বরং নারী দলের কিছু সদস্যের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলোকেও তদন্ত করবে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ নভেম্বর এক ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা আলম সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত টিম ম্যানেজার তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তিনি দাবি করেন, বিষয়টি বোর্ডকে জানিয়েও কোনো প্রতিকার পাননি।

জাহানারার সেই সাক্ষাৎকার প্রকাশের পর ক্রিকেট মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং আরও কয়েকজন নারী ক্রিকেটার বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে মুখ খোলেন।

বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, তদন্ত কমিটি দ্রুতই কাজ শুরু করবে এবং প্রতিবেদন হাতে পাওয়ার পর বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এনএনবাংলা/