আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় লেক চাদ এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই জিহাদি গোষ্ঠী— বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)—এর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার লেক চাদের কাছের ডোগন চিকু এলাকায় এই সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, এলাকার নিয়ন্ত্রণ ও মতাদর্শগত দ্বন্দ্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল। রোববার সেই উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
নাইজেরিয়ার সেনাবাহিনীকে সহায়তাকারী মিলিশিয়া গোষ্ঠীর সদস্য বাবাকুরা কোলা বলেন, “আমাদের প্রাপ্ত তথ্যে জানা গেছে, সংঘর্ষে প্রায় ২০০ জন বোকো হারাম জঙ্গি নিহত হয়েছে।”
অন্যদিকে বোকো হারামের এক সাবেক সদস্য, বর্তমানে সহিংসতা ত্যাগ করে জিহাদি কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন, তিনি জানান, লড়াইয়ে প্রায় ২০০ জন আইএসডব্লিউএপি যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের কিছু অস্ত্রও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, বোকো হারাম এই সংঘর্ষে চার সদস্য হারিয়েছে। নিজেকে ‘সাদিকু’ নামে পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, “এটি দুই গোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হতে যাচ্ছে। তারা একে অপরের বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করেছে।”
নাইজেরিয়ার গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে ১৫০ জনেরও বেশি নিহত হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে মতাদর্শগত বিরোধের জেরে বোকো হারাম ও আইএসডব্লিউএপি আলাদা হয়ে যায়। এরপর থেকে লেক চাদ অঞ্চলজুড়ে তারা বারবার প্রাণঘাতী সংঘর্ষে লিপ্ত হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল