এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া দুইজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ৩১৫ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৯ হাজার ৭২২ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে— ঢাকা বিভাগে ২৩৯ জন (ঢাকা উত্তর সিটিতে ১৭২, দক্ষিণে ১৫৭), চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, বরিশালে ১৭৯ জন, খুলনায় ৭০ জন, ময়মনসিংহে ৮৯ জন, রাজশাহীতে ১০৯ জন, রংপুরে ১২ জন, সিলেটে ৮ জন।
একই সময়ে ১ হাজার ১১৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৭৬ হাজার ৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল