কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রোববার (৯ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে এ ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে, ঢাকার আকাশে এক লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আগামী ১৩ নভেম্বর দলটির ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঝটিকা মিছিল ও বিক্ষোভের ঘটনা ঘটছে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এ কর্মসূচিকে ঘিরে কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ নেই, এবং পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল