Monday, November 10th, 2025, 7:42 pm

বিবিসি প্রধানদের পদত্যাগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির ব্যঙ্গ

 

ট্রাম্পকে ঘিরে তৈরি এক বিতর্কিত প্রামাণ্যচিত্রের জেরে পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেস। রোববার এই দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগের পর ঘটনাটি ব্যঙ্গ করে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে জনপ্রিয় মিম ফরম্যাটে “shot/chaser” ক্যাপশন দেন।

প্রথম প্রতিবেদনটি ছিল দ্য টেলিগ্রাফের—যেখানে লেখা, “ট্রাম্প বিবিসির সঙ্গে যুদ্ধে যাচ্ছেন।” দ্বিতীয়টি ছিল বিবিসির নিজস্ব প্রতিবেদন, যেখানে জানানো হয়, টিম ডেভি পদত্যাগ করেছেন।

টিম ডেভি ও ডেবোরা টারনেস একযোগে পদত্যাগ করেন। ডেভি কোনো নির্দিষ্ট কারণ না জানিয়ে শুধু বলেন, “কিছু ভুল হয়েছে।” অন্যদিকে টারনেস জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানের চলমান বিতর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছে।

সম্প্রতি অভিযোগ ওঠে, ট্রাম্পের বক্তব্যের ভিডিও ফুটেজ বিবিসি বিকৃত করে প্রচার করেছে, যার ফলে জনসাধারণ বিভ্রান্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ওয়াশিংটনের সমালোচনা তীব্র হয়। এর আগে ক্যারোলিন লেভিট বিবিসিকে “বামপন্থী প্রচারণা যন্ত্র” ও “ভুয়া সংবাদমাধ্যম” বলেও অভিহিত করেছিলেন।

বিবিসি যুক্তরাজ্যে বাধ্যতামূলক বার্ষিক লাইসেন্স ফি থেকে অর্থায়িত হয়, পাশাপাশি ব্রিটিশ সরকার তাদের ওয়ার্ল্ড সার্ভিস বাজেটের এক-তৃতীয়াংশ বহন করে।

যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী লিসা ন্যান্ডি পদত্যাগ করা মহাপরিচালক টিম ডেভিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণের জন্য সম্প্রচারে তার অবদান অনন্য। এখন বিবিসিকে নতুন যুগের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে জাতীয় জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা বজায় রাখতে হবে।”

এনএনবাংলা/