Monday, November 10th, 2025, 8:04 pm

আসিফ আকবরের মন্তব্যে ক্ষুব্ধ বাফুফে, বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

রোববার (৯ নভেম্বর) বিসিবির এক সংবাদ সম্মেলনে আসিফ আকবর অভিযোগ করেন, দেশের স্টেডিয়ামগুলোতে ফুটবলের আধিপত্যের কারণে ক্রিকেট খেলা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “ফুটবলাররা উইকেট ভেঙে ফেলছে, মাঠ নষ্ট করছে। ক্রিকেটের জায়গা ফুটবল দখল করে নিয়েছে।”

এই মন্তব্যকে ‘অবমাননাকর’ ও ‘দৃষ্টিকটু’ হিসেবে আখ্যা দিয়েছে বাফুফে। সংস্থার সভাপতি তাবিথ আওয়াল বিসিবি প্রধানের উদ্দেশে পাঠানো চিঠিতে লিখেছেন, “আসিফ আকবরের মন্তব্য শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্য হতাশাজনক। এটি ক্রীড়ার মৌলিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী।”

বাফুফে চিঠিতে বিসিবির কাছে আসিফের মন্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে। তাবিথ আওয়াল বলেন, “‘ফুটবলের অভিভাবক হিসেবে, আমি ও আমার নির্বাচিত কমিটি, হাজার হাজার খেলোয়াড় ও কোটি ভক্তের প্রতিনিধিত্ব করি। তাই এ ঘটনায় আমি আপনার কাছে (বিসিবি সভাপতি) একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা করছি। আশা করছি, জাতীয় ক্রীড়াবিদ হিসেবে আপনি বিষয়টি স্পষ্ট করবেন এবং কোটি ক্রীড়ামোদির মনে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করবেন।’”

বাফুফে জানিয়েছে, ফুটবল ও ক্রিকেট দেশের দুই জনপ্রিয় খেলা—দুটিকে মুখোমুখি দাঁড় করানোর যেকোনো মন্তব্য ক্রীড়া সমাজের ঐক্য নষ্ট করে।

এনএনবাংলা/