Monday, November 10th, 2025, 8:11 pm

দেশ ও গণতন্ত্র রক্ষা করতে নির্বাচনের কোন বিকল্প নেই-প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি অভ্যুত্থানে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশে আর যাতে ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে সেই জন্য বিএনপি সচেতন থাকবে।

তিনি আজ (৯ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচিতে  হালুয়াঘাটের গারো সম্প্রদায়, গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারদের বিএনপিতে যোগদান ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পথসভা বক্তব্যে এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থন জানানোর জন্য শহীদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রিন্স বলেন, তাঁদের এই সমর্থন ও সহযোগিতার কথা চিরদিন মনে রাখবেন এবং শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে তিনি আজীবন নিবেদিতভাবে কাজ করবেন। অনুষ্ঠানে এজন্যই শহীদ পরিবারের সদস্যসহ জুলাই যোদ্ধারা বিএনপিকে সমর্থন দিচ্ছে ।

তিনি আরো বলেন, পিআর, গণভোট, গণ পরিষদ, নতুন সংবিধান, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে এসব দলের অহেতুক ও মাত্রাতরিক্ত জটিলতা সৃষ্টি করায় শহীদ পরিবারের সদস্য ও অভ্যুত্থানে অংশ গ্রহণকারী জনগণ ক্ষুদ্ধ। নির্বাচনকে অনিশ্চিত করতেই এসব বিষয় সামনে আনা হয়েছিল। এখনও নিত্য নতুন নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা চলছে নির্বাচন নস্যাৎ করতে। সংসদ নির্বাচনের আগে গণভোট এর দাবি তুলে অস্থিরতা, নৈরাজ্য ও অনিশ্চয়তা সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব গণহত্যাকারী গণশত্রু আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আধিপত্যবাদী শক্তির চক্রান্ত।

মহা বিপর্যয়ের কবল থেকে দেশ, জনগণ ও গণতন্ত্র রক্ষা করতে নির্বাচনের কোনও বিকল্প নাই। প্রয়োজনে সংসদ নির্বাচনের দিন গণভোট হবে।

হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত শহীদ পরিবারের যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলসহ গণ অভ্যুত্থানের শহীদ কাওসার বিজয় ফরাজীর পিতা সায়েদুল ইসলাম ফরাজী, শহীদ  সেখ সেলিমের এর পিতা কলিম উদ্দিন, ছেলে শাওন, শহীদ  মনির হোসেন রাসেল পিতা নিজাম উদ্দিন, গুলিবিদ্ধ মেহেদী হাসান বক্তব্য রাখেন