নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদক, হ্যাকিং, ওয়ারেন্টভূক্ত আসামি সহ ২০জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২টি আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার (৯নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
লালপুর থানা সূত্রে জানাযায়, নাটোর জেলা পুলিশের নেতৃত্বে র্যাব, আর্মড পুলিশ ও লালপুর থানা পুলিশের একটি দল শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর চরাঞ্চল সহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় দুইটি আগ্নেয় অস্ত্রনউদ্ধার সহ, মাদক, হ্যাকিং ও ওয়ারেন্টভূক্ত ২০জন আসামীকে আটক করে।
অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী আর আর এফ অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নাটোর সদর সার্কেল মাহমুদা আক্তার নেলি, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, সিংড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার নূর মোহাম্মদ, ডিবি পুলিশের ওসি মোঃ হাবিবুল্লাহ, লালপুর থানার ওসি রফিকুল ইসলাম, সিংড়া থানার ওসি মমিনুজ্জামান।
এসময় পদ্মার নদীর চরের মধ্যে একটি ঝুপড়ি ঘর থেকে ১টি ওয়ান শুটারগান, ১টি রিভলবার সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা নদীর চরাঞ্চল সহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। এব্যাপারে লালপুর থানায় পৃথক ৩টি মামলা দায়ের হয়েছে। রবিবার দুপুরে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন