Monday, November 10th, 2025, 9:01 pm

ধানমন্ডিতে ল্যাবএইডের সামনে বাসে আগুন

 

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, “ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।”

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে— তা এখনো নিশ্চিত করা যায়নি। বাসটি চলন্ত অবস্থায় ছিল নাকি পার্কিংয়ে ছিল, সেটিও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বাসটির পাশে দিয়ে সাত-আটজন তরুণ হাঁটছিলেন, এর কিছুক্ষণ পরই বাসে আগুন ধরে যায়। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্তে জানা যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে আজ ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উভয় ক্ষেত্রেই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

এনএনবাংলা/