কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ও কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বস্ত করেছেন, ওইদিন রাজধানীর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৩ নভেম্বরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। তারা মাঠে শক্ত অবস্থান নেবে, যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে। কোনো ধরনের আশঙ্কা বা অস্থিরতা থাকবে না।
তিনি আরও বলেন, বৈঠকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি—সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হবে।
সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অনেক সময় দেখা যায়, তারা খুব দ্রুত জামিন পেয়ে যায়। তাই সংশ্লিষ্টদের অনুরোধ করবো, যেন সন্ত্রাসীরা সহজে জামিন না পায়।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল
ইরানে বিক্ষোভে-সহিংসতায় আরও ২ নিহত, ২৫ প্রদেশে ছড়িয়েছে প্রতিবাদ