Tuesday, November 11th, 2025, 6:40 pm

রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

oplus_8388608

রংপুর ব্যুরো:

ঐক্য-ঈমান-শৃঙ্খলা-শ্রম” এই বাক্য গুলোকে মনে ধারণ করে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজ: ৮১৮) এর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে নিজস্ব কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে শেষ হয়, পরে টাউন হলে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন ও বিশেষ অতিথি ছিলেন রংপুর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম। সংগঠনের সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সাগর।সভায় কোষাধ্যক্ষ খোকনুজ্জামান জুয়েল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, সহ-সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমূখ।এ সময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।