রংপুর ব্যুরো:
বাসদ এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৮ তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে বাসদ রংপুর জেলার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত হয়। বাসদ রংপুর জেলার সংগ্রামী আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষনেতা কমরেড রাজেকুজ্জামান রতন, বাসদ রংপুর জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা সমন্বয়ক আতিয়ার রহমান, কৃষকফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক অমল সরকার, ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা, শ্রমিক ফ্রন্ট সংগঠক মাজেদুল ইসলাম দুলাল প্রমুখ।
কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, এদেশের মানুষ প্রায় উপনিবেশিক পাকিস্তানি শাসন থেকে আজ পর্যন্ত যতবারই শোষণ বৈষম্যের শিকার হয়েছে প্রতিবারই লড়াই করেছে, সংগ্রাম করেছে। সৃষ্টি করেছে ৭১, ৯০ এর গণঅভ্যুত্থান সর্বশেষ ২৪ এর গণঅভ্যুত্থান। প্রত্যাশা ছিল একটি শোষণ বৈষম্য মুক্ত মানবিক সমাজ গঠিত হবে। কিন্তু তা হয়নি, কারণ পুঁজিবাদী ব্যবস্থা টিকিয়ে রেখে তা সম্ভব না। ফলশ্রুতিতে গণঅভ্যুত্থানের এক বছর অতিক্রান্ত হলেও পরিস্থিতি ভালোর দিকে না গিয়ে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। গত ১৫ মাসে অনেক শিল্প কারখানা বন্ধ হয়েছে, বিদেশে কর্মরত অনেক শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরেছে, বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, দরিদ্র অতি দরিদ্র হয়েছে, ভাসমান মানুষের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। তিস্তা ব্রহ্মপুত্র সহ সকল নদ নদী সুরক্ষা না করে দেশের বন্দর বিদেশীদের ইজারা দেয়ার বন্দোবস্ত করছে,সাম্রাজ্যবাদী গোষ্ঠীর দেশে হস্তক্ষেপ বাড়ানোর সুযোগ সৃষ্টি করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। শ্রমসহ কিছু সংস্কার কমিশন গঠিত হলেও কমিশনের প্রস্তাব গৃহীত হয়নি।প্রতিটি কমিশনের সুপারিশ জনগণকে জানানোর দায়িত্ব অন্তর্র্বতী সরকারের কিন্তু তা করেনি,কি করতে চায় তাও স্পষ্ট নয়।এভাবে জনগণের দুর্দশা লাঘব হবে না। আজ থেকে ১০৮ বছর পূর্বে সোভিয়েত রাশিয়া দেখিয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। কিভাবে সমাজ থেকে শোষণ বৈষম্য নিরসন করে সর্বক্ষেত্রে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব? সেই প্রেরণা ধারণ করে ১৯৮০ সালে বাসদ আত্মপ্রকাশ করে। আজ দলটি তার ৪৫ বছরে পদার্পণ করছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে দলটি শ্রমজীবী মেহনতী মানুষের অধিকার আদায়, দেশের জাতীয় সম্পদ ও পরিবেশ রক্ষা সর্বোপরি একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিক আন্দোলন করে আসছে। বাসদ মনে করে পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা সৃষ্টি, জাতীয় সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রকৃত মুক্তি সম্ভব। তিনি দেশের জনগণকে বাসদসহ বাম গণতান্ত্রিক শক্তির সাথে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন