Tuesday, November 11th, 2025, 6:54 pm

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে সোমবার (১০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন কুড়িগ্রাম টু রংপুর মহাসড়কে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও বায়ুদূষণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময়ে শব্দদূষণের অপরাধে ০২ টি বাস ও ০২ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ৩০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং একইসাথে ০৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া পাথরবাহী ট্রাক উন্মুক্ত অবস্থায় পরিবহনের অপরাধে চালককে বায়ুদূষণ(নিয়ন্ত্রন) বিধিমালা ২০২২ অনুসারে সতর্কতামূলক ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আবু বক্কর সিদ্দিক মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে এসময় উপস্থিত ছিলেন।

জেলায় শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সচেতনার পাশাপাশি এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।