Tuesday, November 11th, 2025, 7:30 pm

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় গাড়ি বিস্ফোরণ ঘটনাকে ‘জঙ্গি হামলা’ উল্লেখ করে কিছু ভারতীয় গণমাধ্যম যে প্রতিবেদনে বাংলাদেশকে জড়িয়েছে, সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ওপর দোষ চাপানোর প্রবণতা দেখায়। লালকেল্লায় হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই।

চীন থেকে অস্ত্র কেনার বিষয়ে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকছে না। আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছি এবং সবার সঙ্গেই সমন্বিত সম্পর্ক বজায় রাখছি।

শেখ হাসিনার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, রায়ের বিষয়ে যে কেউ জাতিসংঘে আপিল করতে পারে। যদি জাতিসংঘ এ বিষয়ে কোনো মন্তব্য বা পদক্ষেপ নেয়, তাহলে বাংলাদেশ সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এ ঘটনায় কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে বিতর্কের সৃষ্টি করেছে।
এনএনবাংলা/