দেশের সব বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। মঙ্গলবার (১১ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
বেবিচক জানায়, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে এবং বিমানবন্দর এলাকায় টহল ও মনিটরিং কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে প্রস্তুত থাকতে হবে সংশ্লিষ্ট সবাইকে। পাশাপাশি সব বিমানবন্দরে সর্বাধিক সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন এবং ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিচক সূত্র জানায়, সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। নতুন নির্দেশনার পর সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর