রাজধানীর মধ্য বাড্ডায় মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কমিশনার গলির খ-১৯৮ নম্বর একটি টিনশেড বাড়ির নিচতলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান জানান, নিহতের থুতনির নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাস্থলের চারপাশে রক্তের দাগও দেখা গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি মামুনের নিজ বাসা নয়। পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মামুনের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে।
এসআই হাসানুর রহমান বলেন, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো