রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ আগুন কোনো নাশকতা নয়, বরং মিস্ত্রির অসাবধানতায় দুর্ঘটনাবশত লেগেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গাড়িটির মেরামতের কাজ চলাকালে হঠাৎ ব্যাটারির সংযোগ এক হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, মিস্ত্রির ভুলের কারণেই এ অগ্নিকাণ্ড ঘটে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর