গাবতলী (বগুড়া) উপজেলা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তাুকদার লালু বলেছেন, ইমাম ও মোয়াজ্জেমগন সবসময় বিএনপির কাছে নিরাপদ ছিল এবং আগামীদিনেও থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রথম “বিসমিল্লাহ” সংযোজন করেছিলেন। তিনি আরো বলেন, বিএনপি আগামীদিনে ইমাম ও মোয়াজ্জেমদের পাশে থেকে তাদের সকল সুযোগ-সুবিধা প্রদানে চেষ্টা করা হবে। ১২ই নভেম্বর-২৫ইং বুধবার বগুড়ার গাবতলী দূর্গাহাঁটা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে ইউনিয়নের ইমাম ও মোয়াজ্জেমদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বগুড়া জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ রব্বানী, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, উপজেলা ওলামা দলের সভাপতি নুর আলম। আরো বক্তব্য রাখেন দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক রেজাউল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, ইমাম ও মোয়াজ্জেমদের মধ্যে ইমাম আব্দুল মজিদ, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইমরান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হালিম, মতিউর রহমান কামাল, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলু, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট মাহারুফ, উপজেলা যুবদলের অন্যতম সদস্য আব্দুল মতিন, নূরে আলম সিদ্দিকী শাহীন, যুবদল নেতা সোহাগ মন্ডল, রঞ্জু মিয়া সাদ্দাম, তাজুল ইসলাম, সুমন সরকার, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন, স্থানীয় পলাশ মাহমুদ, ছাত্রদল নেতা হাবিবে মিল্লাত, তৌহিদুর ইসলাম তৌহিদ, স্বেচ্ছাসেবক দল নেতা নিরব হাসান সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
শেষে বাদ জোহর দূর্গাহাটা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দেশ-জাতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার