রংপুর ব্যুরো:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা এবং দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অভিযোগে রংপুর মহানগর ও জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ( সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন – মহানগর আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম মোকাররম, কল্যাণী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নগরীর দর্শনা এলাকার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী, ৬ নম্বর কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মন্ডল ও দামোদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক। রংপুরের দপ্তর সম্পাদক ডা. এম এইচ শিশির চৌধুরী এবং রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মনজুরুল হক মানিককে (২৮) গ্রেপ্তার করা হয়। পীরগাছায় যুবলীগ নেতা, রংপুরের পীরগাছা কৈকুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বকশির দীঘি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চক্রান্তে লিপ্ত, তাদেরকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। এছাড়া গ্রেফতার ব্যক্তিদের সবার নামেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। এ রকম অভিযান অব্যাহত থাকবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নাশকতা করতে বিভিন্ন ধরনের তৎপরতা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যে বা যারাই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিংবা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার