Thursday, November 13th, 2025, 6:54 pm

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রীকেও জখম

প্রতীকী ছবি

 

রাজশাহীতে এক বিচারকের বাসায় ঢুকে তার স্কুলপড়ুয়া ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তাওসিফ রহমান সুমন (১৮) রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে। হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আহত তাসমিন নাহারের শরীরে অস্ত্রোপচার চলছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভিড় করেন স্বজনরা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “ঘাতক আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বিচারক আবদুর রহমান জামালপুরের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে রাজশাহীর তেরখাদিয়া ডাবতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। নিহত তাওসিফ নগরীর একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

এনএনবাংলা/