রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার কারণে অধিকাংশ সবজির দাম কমেছে। তবে পেঁয়াজের দাম এখনও কমেনি। নতুন মুড়িকাটা পেঁয়াজ আগামী সপ্তাহে বাজারে এলে দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
রামপুরা বাজারের কাঁচাপণ্য বিক্রেতা আবু ফজল জানান, নতুন পাতাসহ পেঁয়াজ আসা শুরু হয়েছে। চলতি মৌসুমের পেঁয়াজ কলি কেজি বিক্রি হচ্ছে ৮০–১০০ টাকায়। পুরনো পেঁয়াজের দাম এখনো ১১০–১২০ টাকায়।
শীতের সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগম এবং নতুন বেগুন বাজারে মিলছে স্বস্তিদায়ক দামে। ফুলকপি ৩০–৬০ টাকা[প্রতি পিস] , ও বাঁধাকপি ৫০-৬০ টাকা [প্রতি পিস],
শিম ৮০–১০০ টাকা কেজি, মুলা ৪০–৬০ টাকা/কেজি, শালগম ৬০–৮০ টাকা কেজি, নতুন বেগুন ৬০–৭০ টাকা/কেজি।
ডিমের দামও কমেছে। গত মাসে ১৫০ টাকায় বিক্রি হওয়া ফার্মের মুরগির ডিম এখন ১২৫–১৩০ টাকা থেকে পাড়া-মহল্লায় ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
চালের দামও কমেছে—নাজিরশাইল, পোলাওর, সোনামসুরী ও স্বর্ণা জাতের চাল কেজিপ্রতি ২–৪ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৫–১০ টাকা কমেছে।
মাছ ও মাংসের বাজার এখনও আগের মতোই। রুই ৩৫০–৪৫০ টাকা, কাতলা ৩৮০–৫০০ টাকা, পাঙ্গাস ১৫০–২০০ টাকা। গরুর মাংস ৭৫০–৮০০ টাকা, খাসি ১০৫০–১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের মতে, শীতের সবজির সরবরাহ বাড়ায় বাজারে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর ইতিবাচক প্রভাব পড়ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর