Saturday, November 15th, 2025, 8:16 pm

সোনাইমুড়ীতে ডাবল ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বপ্ন সিঁড়ি আদর্শ সংঘ কর্তৃক আয়োজিত ডাবল ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম।

অনুষ্ঠানে এফবিসিসিআই সদস্য মোহাম্মদ শাহজাহান সাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সানরাইজ ক্লাবের প্রতিষ্ঠাতা মাহফুজ আলম, ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন,

সোনাইমুড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ওমর শরিফ সোহাগ, সমাজ সেবক ইকবাল পাটোয়ারী।

খেলায় হাটগাঁও নবজাগরণ ক্লাবকে ট্রাইবেকারে ২-১ গোলে হারিয়ে মরহুম আবুল কাশেম পাটোয়ারী ফাউন্ডেশন বিজয়ী হয়।