নীলফামারী প্রতিনিধি:
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং আগামী নভেম্বর মাসের মধ্যে ওই আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলা জামায়াতের দলীয় কার্যালয় আলহেলাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জেনারেল মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লাতিফ, নায়েবে আমীর অধ্যাপক ড. খায়রুল আনামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োগ, সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, শেখ হাসিনার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেন। তারা আরও বলেন, ৫ দফা দাবির পক্ষে গণআন্দোলন আরও বেগবান করা হবে।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার