দেশের সব বিশ্ববিদ্যালয়কে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘টেকসই প্লাস্টিকমুক্ত সামুদ্রিক পরিবেশ’ শীর্ষক অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড ডিসেমিনেশন ক্যাম্পেইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, প্লাস্টিক দূষণ কমাতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য বিকল্প সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা জরুরি।
তিনি উল্লেখ করেন, সুবিধানির্ভর জীবনধারা থেকে বের হয়ে নতুন প্রজন্ম এগিয়ে এলে শুধু প্লাস্টিক দূষণই কমবে না; বরং পাটসহ স্থানীয় শিল্প পুনরুজ্জীবিত হবে, জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাও উৎসাহিত হবে।
রিজওয়ানা হাসান বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ত্যাগ করতে সময়, শ্রম এবং সবচেয়ে বেশি প্রয়োজন ভোক্তাদের আচরণগত পরিবর্তন। বহু বছর ধরে গড়ে ওঠা অভ্যাস রাতারাতি বদলানো সম্ভব নয়। তাই প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অঙ্গীকার অপরিহার্য।
তিনি আরও বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাপক ব্যবহার মূলত সুবিধা ও ‘ফ্রি’ ভাবনার ভুল ধারণা থেকে এসেছে। বাস্তবে প্লাস্টিক উৎপাদনে শ্রম, বিদ্যুৎ, আমদানিকৃত কাঁচামাল ও যন্ত্রপাতিসহ নানা ব্যয় জড়িত থাকে, যার গোপন মূল্য পরিশোধ করতে হয় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থাকে।
শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আজ যে পরিবেশশিক্ষা দেওয়া হচ্ছে, তা ভবিষ্যতের পরিবেশগত ফলাফলকে প্রভাবিত করবে। অতীত প্রজন্মের টেকসই জীবনধারা ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ত্যাগের সুফল জানা থাকলে আগামী প্রজন্ম সচেতন সিদ্ধান্ত নিতে পারবে।
বঙ্গোপসাগর বিশ্বের নবম সর্বাধিক প্লাস্টিকদূষিত সামুদ্রিক অঞ্চল হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, এই দূষণের মূল কারণ বাংলাদেশে অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার নয়; বরং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা ও উজান থেকে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য।
পুনর্ব্যবহারের (রিসাইক্লিং) ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, রিসাইক্লিং জনপ্রিয় হলেও এটি জ্বালানি-নির্ভর এবং রাসায়নিকভাবে জটিল। তাই অগ্রাধিকার হওয়া উচিত প্লাস্টিক ব্যবহার কমানো, পণ্যগুলোকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা এবং উৎপাদকদের দায়িত্বশীলতা নিশ্চিত করা।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান