ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে রাজনৈতিক দলগুলোর সমন্বয় অত্যন্ত জরুরি। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে দলগুলোর পরামর্শ গ্রহণ করবে কমিশন। নির্বাচন আচরণবিধি যথাযথভাবে মেনে চললে তবেই কাঙ্ক্ষিত সুষ্ঠু নির্বাচন সম্ভব।
তিনি আরও জানান, খুব শিগগিরই দেশ নির্বাচনমুখী হতে যাচ্ছে এবং এ প্রক্রিয়াকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সব দলের সহযোগিতা প্রয়োজন।
ইসি সূত্রের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসবে ইসি।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ শুরু হয়। প্রথম দিনে সকালে ও দুপুরে মোট ১২টি দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আজ সংলাপের দ্বিতীয় দিন।
এনএনবাংলা/

আরও পড়ুন
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো
যুক্তরাষ্ট্রের ‘বি১ ভিসা বন্ড’ শর্তাবলি পুনর্বিবেচনার আহ্বান খলিলুর রহমানের