আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিটে তিনি এ মন্তব্য করেন।
গভর্নর বলেন, পরিস্থিতি এমন ছিল যে ব্যাংকগুলোকে একীভূত করা ছাড়া উপায় ছিল না। সুশাসন নিশ্চিত করা গেলে এই প্রক্রিয়া দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে আমরা আশা করি।
তিনি আরও বলেন, স্বচ্ছতাই ব্যাংকিং খাতকে গতিশীল ও শক্তিশালী করার প্রধান শর্ত। বিনিয়োগকারী, ডিপজিটর ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া খাতটিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
এর আগে গত ৫ নভেম্বর আর্থিক দুরবস্থার কারণে পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক—কে অকার্যকর ঘোষণা করে এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।
পরবর্তীতে ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের বিশেষ অনলাইন সভায় এই পাঁচটি ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন এক রাষ্ট্রায়ত্ত শরিয়াভিত্তিক ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। নতুন ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের