Monday, November 17th, 2025, 2:51 am

রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায়

 

রাত পোহালেই দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। চব্বিশ সালের জুলাই-অগাস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন-এর বিরুদ্ধে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ রায় ঘোষণা করা হবে।

ট্রাইব্যুনালের রেজিস্টার অফিস জানিয়েছে, সকাল ১১টায় এ রায় উপলক্ষে আদালত বসবে। রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

মামলায় প্রধান আসামি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক। একমাত্র গ্রেপ্তার আসামি হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুনর্গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলাটি প্রথম বিচারকাজ হিসেবে গ্রহণ করে।

আনুষ্ঠানিক অভিযোগ

১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের উপর হামলার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর অভিযোগ।

ট্রাইব্যুনাল গত ১০ জুলাই এই অভিযোগগুলোতে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন।

বিচার প্রক্রিয়া ও যুক্তিতর্ক

গত ১২ অক্টোবর মামলায় যুক্তিতর্ক শুরু হয়, যা ২৩ অক্টোবর পর্যন্ত চলে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান-এর মৃত্যুদণ্ড দাবি করা হচ্ছে। আসামি পক্ষের আইনজীবী মো. আমির হোসেন খালাসের আবেদন করেন। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের পক্ষে আইনজীবী যায়েদ বিন আমজাদ খালাসের আবেদন করেন।

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট।

এনএনবাংলা/