Monday, November 17th, 2025, 2:47 pm

ধানমন্ডি ৩২- এ বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ বললেন শাওন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে, সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী!’

এর আগে দুপুরে ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ নম্বরের দিকে অগ্রসর হতে দেখা যায়। বুলডোজারের সঙ্গে থাকা একদল মানুষ জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা সেখানে উপস্থিত আছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক বলেন, আমরা কোনোভাবেই কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।

এনএনবাংলা/