দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ পরিস্থিতির হিসাব নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে দেশে ৯২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক ভর্তি রোগীর সংখ্যা হলো— ঢাকা উত্তর সিটি ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি ১৫১ জন, ঢাকা বিভাগ (সিটির বাইরে) ১৪৭ জন, বরিশাল ১৪৬ জন, চট্টগ্রাম (সিটির বাইরে) ১১৬ জন, খুলনা (সিটির বাইরে) ৭২ জন, ময়মনসিংহ (সিটির বাইরে) ৬৫ জন, সিলেট (সিটির বাইরে) ১০ জন, রংপুর (সিটির বাইরে) ২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৮৩ হাজার ৫৯৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে রয়েছে ১০ বছরের এক মেয়েশিশু। এছাড়া আরও একজন নারী ও দুইজন পুরুষ মারা গেছেন। তাঁদের বয়স ২০, ৪০ ও ৫৫ বছর।
প্রসঙ্গত, এ বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৯২৪ জন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩৪৩ জন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল