Wednesday, November 19th, 2025, 1:25 am

কারিগরি শিক্ষা বোর্ডের সামনে গাড়িতে আগুন

 

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাতেই ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, রাত ১১টার দিকে আগারগাঁও এলাকায় পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ইউনিট পাঠানো হয়। তবে কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, কারিগরি শিক্ষা বোর্ডের বিপরীত পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

এনএনবাংলা/