Wednesday, November 19th, 2025, 7:01 pm

শিক্ষক হেনস্তার ঘটনায় তামীরুল মিল্লাত মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

 

গাজীপুরের টঙ্গীতে শিক্ষক হেনস্তার ঘটনার জেরে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পাঠদান ও সব পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

অধ্যক্ষ হেফজুর রহমান জানান, মঙ্গলবার চার দফা দাবিতে শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করেন এবং একপর্যায়ে সড়ক অবরোধে নামেন। সড়ক থেকে শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করলে তারা শিক্ষকদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন শিক্ষক আহত হন। পরে মাদরাসার ছাত্র সংসদের অনির্বাচিত প্রতিনিধিরা প্রায় নয় ঘণ্টা ধরে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।

তিনি আরও জানান, ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকেই শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করেন। বিকেল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী সকল ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— শিশু থেকে কামিল পর্যন্ত সকল পাঠদান কার্যক্রম এবং আলিম দ্বিতীয় বর্ষের সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে নির্ধারিত প্রশাসনিক কার্যক্রমে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থী-শিক্ষকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

এনএনবাংলা/