Thursday, November 20th, 2025, 7:15 pm

কুলাউড়ায় যুবদল নেতা আবুল হোসেনকে স্থায়ী বহিষ্কার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আবুল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার মৌলভীবাজার জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর বাশার হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী যুবদল উপজেলা আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদেরকে তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ জানান, আবুল হোসেন দলীয় শৃঙ্খলাভঙ্গ করে তার ফেসবুক পেজে তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ দলের বিরুদ্ধে নানা মন্তব্য করার কারণে জেলা যুবদল এই সিদ্ধান্ত নেয়।