ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শফিক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
অভিযোগের মূল বিষয় হলো তার অর্জিত সম্পদের মধ্যে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।
দুদকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত বৈঠকে মামলার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া শিগগিরই মামলা দায়ের করবেন বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক সূত্রে জানা যায়, ড. শফিক আহমেদের নামে মোট ১৫ কোটি ৩২ লাখ ৮৮ হাজার ২৯০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া পারিবারিক ও অন্যান্য খরচের হিসাবও ধরা হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩ হাজার ৩৫২ টাকা। সবমিলিয়ে তার অর্জিত ও ব্যয়ের হিসাব দাঁড়ায় ১৭ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৬৪২ টাকা।
তবে যাচাই-বাছাই শেষে তার বৈধ আয় দাঁড়ায় ৯ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা। এর ফলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে যে, ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত।
দুদক আরও জানিয়েছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ও বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় এই সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর