Friday, November 21st, 2025, 10:24 pm

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১, আহত ছয় শতাধিক

 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭ বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে, এটি মাঝারি মাত্রার হলেও ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় ব্যাপক প্রভাব পড়ে।

নিহতদের মধ্যে রাজধানীর বংশালের কসাইটুলি এলাকায় তিন পথচারী, রাজধানীর মুগদায় এক নিরাপত্তাকর্মী, রূপগঞ্জে এক শিশু, গাজীপুরের কালীগঞ্জে এক যুবক, নরসিংদীতে এক শিশুসহ পাঁচজন মারা গেছেন।

ভূমিকম্পে আতঙ্ক ও বিভিন্ন জায়গায় ধসে পড়া অংশে আহত হয়ে দেশজুড়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৬০৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের রাত ৮টার হালনাগাদ তথ্যে জানা গেছে, তাদের মধ্যে ১৬৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। গুরুতর অবস্থার কারণে ১৬ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

তবে সরকারি হাসপাতালের বাইরে আরও বহু মানুষ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে ধারণা সংশ্লিষ্টদের। এখনো সেই তথ্য আনুষ্ঠানিকভাবে যুক্ত না হওয়ায় আহতের প্রকৃত সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল জনবহুল এলাকায় হওয়ায় ক্ষয়ক্ষতির ঝুঁকি বেড়েছিল। তবে বড় ধরনের কাঠামোগত ধস না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে রক্ষা পাওয়া গেছে।

ঘটনার পর নরসিংদী, ঢাকা ও আশপাশের এলাকায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা জরুরি তৎপরতা চালাচ্ছেন। কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবনসমূহে অযথা প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন।

এনএনবাংলা/