Saturday, November 22nd, 2025, 4:09 pm

দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

 

দিনাজপুরের কাহারোল উপজেলায় মিনিবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে দিনাজপুর–দশমাইল মহাসড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, নশিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে জানে একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচ যাত্রী মারা যান।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

এনএনবাংলা/