Sunday, November 23rd, 2025, 4:45 pm

ভোলা-বরিশাল সেতুর দাবিতে উত্তাল বোরহানউদ্দিন

ভোলা প্রতিনিধি:

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বোরহানউদ্দিন। ওই

দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বোরহানউদ্দিনের সর্বস্তরের

ছাত্র-জনতা। সর্বস্তরের জনগণের ব্যানারে শনিবার (২২ নভেম্বর) বিকেলে পৌর

শহরের থানার সামনে আয়োজিত সমাবেশ থেকে ভোলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও

প্রাকৃতিক গ্যাসের সুষম বণ্টনের দাবিও তুলে ধরা হয়।

বিক্ষোভকারীদের মধ্যে সাজ্জাদুর রহমান ইভান মোল্লা জানান, আমাদের ভোলা

হচ্ছে একটি দ্বীপ জেলা। ভোলায় ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় লঞ্চে করে

আমাদেরকে ঢাকায় আসতে হয়। এর ফলে অনেক সময় লাগে;অনেক রোগী চিকিৎসা না পেয়ে

মারা যায়। কিন্তু, ভোলা থেকে বরিশালে যদি একটা সেতু করা হয়, তাহলে দীর্ঘ

পথ পাড়ি দিয়ে ঢাকায় আসার চাইতে আমরা বরিশালে অল্প সময়ের মধ্যে যেতে পারব।

সমাবেশের আগে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শত শত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল

সহ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মাকসুদুর

রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান কবির,উপজেলা

বিএনপি’র যুগ্ম আহবায়ক রাশেদ মমিন ভূঁইয়া,পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ

সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু,ভোলা ডেভেলপমেন্ট ফোরামের সমন্বয়কারী রাজিব

হায়দার,উদ্যোক্তা মাইনুল ইসলাম,বোরহানউদ্দিন উন্নয়ন ফোরামের প্রচার

সম্পাদক আতিকুল ইসলাম,ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান শাওন, তানজিল

হাওলাদার,স্বাধীন চৌধুরী সুমন প্রমুখ।