Sunday, November 23rd, 2025, 5:14 pm

ডেঙ্গুতে আরও ৮ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৭৭৮ জন

 

দেশে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৭৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে— ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।

গত একদিনে বিভিন্ন বিভাগে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন। বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে— বরিশাল বিভাগ (সিটির বাইরে) ৮৩, চট্টগ্রাম বিভাগ (সিটির বাইরে) ১৩৪, ঢাকা বিভাগ (সিটির বাইরে) ১২১, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১২৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮১, খুলনা বিভাগ (সিটির বাইরে) ১১২, ময়মনসিংহ বিভাগ (সিটির বাইরে) ৪৪, রাজশাহী বিভাগ (সিটির বাইরে) ৪৮, রংপুর বিভাগ (সিটির বাইরে) ১৯ এবং সিলেট বিভাগ (সিটির বাইরে) ৭ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ২৬৪ জনে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১১১ জন। এ নিয়ে চলতি বছর মোট ৮৭ হাজার ৪৪২ জন ছাড়পত্র পেয়েছেন।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এছাড়া ২০২৩ সালে ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু পরিস্থিতি ছিল—ওই বছর মৃত্যু হয় ১,৭০৫ জনের, আক্রান্ত হয়েছিলেন ৩,২১,১৭৯ জন।

এনএনবাংলা/